ছবি: আসল পুলিশের মাঝে সাদা পোষাকের তিন ভুয়া পুলিশ।।
আইডি কার্ড (পরিচয়পত্র), ওয়ারলেস সেট, গাড়ী সবই ব্যবহার করতো আসল পুলিশের মতো। আর এসব ব্যবহার করে মহাসড়কে ছিনতাই, ডাকাতি করার সরঞ্জাম নিয়ে দাবরিয়ে বেড়াতো। দীর্ঘদিন ধরেই এধরণের জঘন্য অপকর্ম করে আসছে এ চক্রের সদস্যরা। শেষ পর্যন্ত জনতার হাতেই ধরা পড়লো সাদা পোষাকের ভুয়া পুলিশ চক্রের তিন সদস্য। গণধোলাই দিয়ে ওদেরকে তুলে দেওয়া হয় আসল পুলিশের হাতে।
ঘটনাটি বৃহস্পতিবার (১৩আগষ্ট) সকাল সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ার বরাট এলাকায় ঘটেছে।
স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সকালে সাদা পোষাকে পুলিশ পরিচয়ে যাত্রী ও পন্যবাহী গাড়িয়ে থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালালে লোকজন ভুয়া পুলিশ বুঝতে পেরে আটক করে গনধোলাই দেয়। পরে আসল পুলিশে খবর দিয়ে তাদেরকে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের মো. বারেক মিয়া (৫০), মাদারীপুর জেলার সদর উপজেলার শোকুনী(২নং ওয়ার্ড) গ্রামের মো.শওকত হোসেন (৫২) ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের মো. মাসুম মিয়া (৪৫)। তাঁরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা কামাল জানান, ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়রা তাদের আটক করে।গণপিটুনির খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করি। এসময় ভুয়া পুলিশ পরিচয় দেওয়া তিনজনের কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড,ওয়ারলেস সেট, ছিনতাই-ডাকাতির কাজে ব্যবহার করা লোহার রড উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করা হয়। এ চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে সাদা পোষাকে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 13, 2020 3:20 pm by প্রতি সময়