[শিশু সন্তান নিয়ে শঙ্কায় দিন কাটছে বিধবা ফারজানার]" /> কুমিল্লার চান্দিনায় নিহত ছোট ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান বড় ভাইয়ের দখলে – প্রতিসময়
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

কুমিল্লার চান্দিনায় নিহত ছোট ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান বড় ভাইয়ের দখলে [শিশু সন্তান নিয়ে শঙ্কায় দিন কাটছে বিধবা ফারজানার]

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩২৬ দেখা হয়েছে

ব্যাংক লোন নিয়েই কুমিল্লার চান্দিনা বাজারে নিজস্ব সম্পত্তিতে মেসার্স জয়নাল আবেদীন নামে হার্ডওয়্যার ব্যবসা শুরু করেন মশিউর রহমান।গত বছরের ২৮ সেপ্টেম্বর মারা যান তিনি।স্ত্রী ফারজানা রহমান তার আট বছর বয়সী একমাত্র সন্তান মোহাম্মদ আবদুল্লাহকে নিয়ে স্বামীর মৃত্যুর শোক যখন বয়ে বেড়াচ্ছেন, ঠিক তখনই স্বামীর রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানটি কৌশলে দখলে নেন মশিউর রহমানের বড় ভাই মহসিন সরকার।

নিহত স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান উদ্ধার ও একমাত্র শিশু সন্তানের ভবিষ্যত নিয়ে শঙ্কায় দিন কাটছে বিধবা ফারজানা রহমানের।বুধবার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে তিনি বলেন, দখল করে নেয়া স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান উদ্ধারের চেষ্টা করায় তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ভাসুর মহসিন সরকার।

তিনি বলেন, চান্দিনা বাজারে (হোল্ডিং নং- ০৫৮৮) নিজস্ব সম্পত্তির উপর মেসার্স জয়নাল আবেদীন নামে তার স্বামীর একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে। দোকানটির পুঁজি ছিলো একেবারে ব্যাংক লোনের উপর।ব্যাংক লোনের কয়েক লাখ টাকা বাকি রেখে তার স্বামী মশিউর রহমান গত বছরের ২৮ সেপ্টেম্বর মারা যান।স্বামীর মৃত্যুর খুব একটা বেশিদিন না যেতেই দোকানের ব্যাংক লোন পরিশোধ এবং পরিবারের খরচ বাবদ মাসে ২০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কৌশলে দোকানটি দখলে নেন ভাসুর মহসিন সরকার।

ফারহানার অভিযোগ করেন, দোকানটি দখলে নেওয়ার পর থেকে ব্যাংক লোনের কোন বাকি টাকা পরিশোধ করেনি। ব্যাংক পর পর তিনমাস টাকা পরিশোধের নোটিশ দিয়ে পরবর্তীতে তার স্বামীর ব্যাংক ডিপোজিট ভেঙ্গে ৭ লাখ টাকা নিয়ে নেয়। এমন পরিস্থিতিতে তিনি দোকান ফিরিয়ে নিতে আদালতের মাধ্যমে উকিল নোটিশ করলে ভাসুর মহসিন তাকে প্রাণানাশের হুমকি দেয়।এছাড়া গত ২৭ জুলাই রাতে তার শিশু ছেলে এবং তাকে হত্যার উদ্দেশ্যে দরজায় তালা লিগেয়ে দেয়।সিসি টিভিতে দেখে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

নিহত মশিউর রহমানের মামা মনিরুজ্জামান জানান, এটি পারিবারিক বিরোধ। একাধিকবার বসে সমাধানের চেষ্টা করেছেন তারা। কিন্তু মহসিন সরকার দোকান ছাড়তে রাজি হচ্ছেন না।যার কারণে সামধানের পথ বন্ধ হয়ে আছে।

চান্দিনা থানার ওসি সামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দুই পরিবারের সঙ্গে বিরোধ নিয়ে ওই বিধবা নারীর ঘরের দরজায় তালা লাগানোর অভিযোগ উঠেছে।এলাকাবাসী মিলে সমস্যাটি সমাধানের জন্য বসলে আমরাও উপস্থিত থাকবো এবং বিধবা নারীকে সর্বাত্বক সহযোগিতা করা হবে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on August 4, 2021 3:43 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102