পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে হামলার ঘটনায় ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী হয়ে তারা আত্মগোপনে ছিলেন। রবিবার (১৬ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাড়ির সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একপর্যায়ে গোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতেও হামলা চালানো হয়।
পরে এ ঘটনায় গোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।
Last Updated on May 16, 2021 10:54 pm by প্রতি সময়