কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজার এলাকায় ধাক্কায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকাপ মালিক নিহত হয়েছেন। তার নাম আব্দুল মোতালেব রিপন (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন পিকআপ চালক মো. আমির।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাবুছি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালেব রিপন মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার জয়নাল সওদাগর পুত্র। তবে আহত গাড়ির চালক আমিরের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা অভি রায় বলেন, পিকআপটি মাটি ভরাটের কাজে নিয়োজিত ছিল। মঙ্গলবার সকালে মাটি নিয়ে করে যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক এবং রিপন আহত হয়।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুমিল্লা সদরের একটি হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ছলিম উদ্দিন বলেন, জয়নাল সওদাগরের ৪ সন্তানের মধ্যে রিপন সবার বড়। ছোটবেলা থেকে বাবার সঙ্গে পরিশ্রম করে ছোট ভাই-বোনদের দেখভাল করে আসছিলেন। তার অকাল মৃত্যুতে ওই পরিবারের বেশ বড় ক্ষতি হয়ে গেল।
Last Updated on February 14, 2023 6:26 pm by প্রতি সময়