কুমিল্লার তিতাস উপজেলায় ১শ’৫ পিস ইয়াবাসহ ২১ মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে তিতাস থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুর সাত্তারকে গ্রেফতার করে।গ্রেফতার আব্দুর সাত্তার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে তিতাস থানার উপ-পরিদর্শক ইমরুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, মাদক উদ্ধার সংক্রান্ত পুলিশের বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়নের গাজীপুরস্থ জনৈক জামাল মিয়ার পরিত্যক্ত ঘরের সামনে থেকে ১শ’৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুর সাত্তার ভূঁইয়াকে গ্রেফতার করে।
পুলিশ জানায় আব্দুর সাত্তার ভূঁইয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের ২১ মামলা রয়েছে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামি
আব্দুর সাত্তার ভূঁইয়াকে রোববার আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
Last Updated on November 12, 2023 9:01 pm by প্রতি সময়