কুমিল্লার তিতাস উপজেলার বোরো ধানের কৃষি জমির সেচ প্রকল্পের ড্রেনে ভূট্টা খেতের পাশে ফেলে যাওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলার মজিদপুর গ্রামের দক্ষিণ চকে কৃষি জমির সেচ প্রকল্পের ড্রেন থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার মজিদপুর গ্রামের দক্ষিণপাড়া চকের ভূট্টাখেতের পাশে বোরো ধানের কৃষিজমির সেচ প্রকল্পের ড্রেনে বাজারের ব্যাগে কাপড় দিয়ে মোড়ানো একটি ছেলে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে তিতাস থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) ইমরুল বলেন, ভূট্টাখেতের একপাশে কৃষি জমির সেচ প্রকল্পের ড্রেনে বাজারের ব্যাগে ওড়না দিয়ে মোড়ানো অজ্ঞাত এক নবজাতকের লাশটি কে বা কারা রেখে যায়। স্থানীয়ভাবে খবর পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
Last Updated on March 3, 2023 10:00 pm by প্রতি সময়