কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের ৫টি স্বর্ণের দোকানে দুর্ধষ ডাকাতির ঘটনার সাথে জড়িত এজাহারভুক্ত আরো দুই আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।বুধবার দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড ও গৌরীপুর বাজার থেকে দুই আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরের দৈয়াপাড়ার নূর আলমের ছেলে কাউছার মিয়া ও শরীয়তপুর জেলার পাচ্চুখাকান্দি গ্রামের মৃত আবুল কালাম মোল্লার ছেলে শাওন রানা।
তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস জানান, কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারে ৫টি স্বর্ণের দোকানে দুর্ধষ ডাকাতির ঘটনায় জড়িত থাকায় র্যাব-১১ এর একটি দল গত ৩০ জানুয়ারি) রাতে ঢাকার কদমতলী ও দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করে।
ওসি কাঞ্চন কান্তি দাস আরও জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিতাস থানা পুলিশ অভিযান চালিয়ে এ মামলায় এজাহারভুক্ত কাউছার মিয়া ও শাওন রানা নামে আরো দুই আসামিকে গ্রেফতার করেছে। আসামি শাওন রানার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় খুনসহ ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এনিয়ে মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ভোর ৩টায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের সরকার জুয়েলার্স, রশিদ স্বর্ণ শিল্পালয়, ইব্রাহিম স্বর্ণ শিল্পালয়, বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয় ও আনিসা স্বর্ণ শিল্পালয়ে ডাকাতির ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল।
Last Updated on February 22, 2024 6:52 pm by প্রতি সময়