কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত দুই দিনে ৩৫জনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার (০৮জুলাই) ২৩ জন এবং আগেরদিন বুধবার ১২জন করোনাআক্রান্ত শনাক্ত হয়।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এ তথ্য নিশ্চিত করেছেন ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম শোভন জানান, আজ বৃহস্পতিবার ২৩ জনের করোনার টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে গত দুই দিনে উপজেলায় ৩৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হলো।আক্রান্ত ব্যক্তিদেরকে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলোশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের জন্য ভিটামিন সি যুক্ত খাবার প্রদান এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো.জুয়েল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.শহিদুল ইসলাম শোভন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাবিবুর রহমান, ডা. নজরুল ইসলাম ডালিম, ডা. আমেনা বেগম রাবেয়া প্রমুখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 8, 2021 8:26 pm by প্রতি সময়