মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে নির্মিত মডেল মসজিদের বারান্দায় সম্প্রতি নাচ-গানের টিকটক ভিডিও তৈরি করেছে কিছু তরুণ-তরুণী।
মসজিদের প্রবেশদ্বারের বারান্দার সিঁড়িতে তরুণ-তরুণীর নাচ-গানের লাইকি টিকটক ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে সাধারণ মানুষ ও মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
টিকটক ভিডিওতে অংশ নেওয়া তরুণ-তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ওই টিকটকাদের খুঁজছে বলে জানা গেছে।
লাইকি টিকটক ভিডিওটি নজরে পড়েছে কুমিল্লা সিনিয়র পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো.জুয়েল রানার। তিনি নিজের ফেইসবুক আইডি থেকে ওই দুই তরুণ-তরুণীর পরিচয় চেয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
স্থানীয়রা জানান, মসজিদের প্রবেশদ্বারের বারান্দায় শুটিং করে নির্মিত নাচ-গানের টিকটক ভিডিওটি অভিনব কায়দায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মসজিদের বারান্দায় এধরণের নাচ-গানের ভিডিও নির্মাণ করতে পারে না। মসজিদ আল্লাহর ঘর। মসজিদের প্রতি ভালোবাসা ও প্রগাঢ় বিশ্বাস প্রতিটি মুসলমান নর-নারী শাশ্বতভাবে হৃদয়ে ধারণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দনিক সৌন্দর্যের নজরকাড়া কারুকাজ সম্বলিত একটি দৃষ্টিনন্দন মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে। তবে এ মসজিদের বারান্দায় ও আঙ্গিনায় অচেনা দুই তরুণ-তরুণীসহ আরও দুই/তিন তরুণের লাইকি টিকটক ভিডিও তৈরির বিষয়টি কোনভাবেই মেনে নেয়া যায় না।বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। যারা এ কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহবান জানান স্থানীয়রা।
কুমিল্লা সিনিয়র পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো.জুয়েল রানা বলেন,তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছে।ইতোমধ্যে তাদের একজনের বাড়ি দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০জুন সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মডেল মসজিদটি উদ্বোধন করেন।
Last Updated on August 7, 2021 10:00 pm by প্রতি সময়