সংক্রমণ বেড়ে যাওয়ায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট চালু করা হয়েছে। রবিবার (১ আগষ্ট) সকালে কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান ওই করোনা ইউনিটের উদ্বোধন করেন।
গত এক মাস ধরে কুমিল্লা করোনায় সংক্রমন ও মৃত্যুহার বেড়েই চলছে। হাসপাতালগুলোতে করোনা রোগীর ঠাঁই হচ্ছে না। বিশেষ করে কুমিল্লা সিটি করপোরেশন পর দাউদকান্দি, চান্দিনা, বরুড়া, হোমনা, মেঘনায় করোনা সংক্রমন বেড়েই চলছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। এতে শয্যা সঙ্কট দেখা দেয়। বেড খালি না থাকায় রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
এমন অবস্থায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ শয্যার করোনা ইউনিট চালু হওয়ায় এ উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার করোনা আক্রান্ত রোগীদের জন্য অনেক সুবিধা বলে মনে করছেন স্থানীয়রা।
করোনা ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল ইসলাম খান, কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শহীদুল ইসলাম শোভন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা.হাবিবুর রহমান, ডা.আমেনা বেগম রাবেয়া ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 1, 2021 9:10 pm by প্রতি সময়