কুমিল্লা হতে অপহৃত কিশোরীকে প্রায় ৯ মাস পর নেত্রকোনা থেকে উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (৪জুলাই) রাতে দাউদকান্দি থানা পুলিশের একটি টিম নেত্রকোনা জেলার সদর উপজেলার সাতবেড়িকান্দি গ্রামে অভিযান চালিয়ে ১৭বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী নবীর হোসেন (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নেত্রকোনা জেলার সদর উপজেলার সাতবেড়িকান্দি গ্রামের ওয়াজেদ মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার চর চারপাড়া গ্রামের ওই কিশোরী সিঙ্গুলা আলীয়া মাদ্রাসায় একাদশ শ্রেণীর ছাত্রী। গত বছরের সেপ্টেম্বর মাসে সকালে নিজ গ্রামের আঞ্চলিক সড়কের রফিক মিয়ার দোকানের সামনে থেকে নবীর হোসেনসহ কয়েকজন তাকে টানা-হেঁচরা করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় কিশোরীর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে নবীর হোসেনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ওই কিশোরীর বাবা জানান, আসামী নবীর হোসেন গলিয়ারচর মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করত। আমার মেয়েও সেখানে পড়তো।
মামলার তদন্ত কর্মকর্তা দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার বলেন, মামলা করার পর থেকেই আমরা ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতারের তৎপরতা চালাচ্ছিলাম।
অবশেষে প্রযুক্তির সহযোগীতায় ভিকটিম ও অপহরণকারীর অবস্থান শনাক্ত করে রবিবার (৪জুলাই) রাতে নেত্রকোনা সদর উপজেলার সাতবেড়িকান্দি গ্রাম থেকে মামলার এজহারভুক্ত আসামী নবীর হোসেনকে গ্রেফতার করি।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, একই বাড়ি থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। কিশোরী অসুস্থ্ হওয়ায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে ভর্তি করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 5, 2021 8:41 pm by প্রতি সময়