ঢাকা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক ও লরির ত্রিমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চরবাকর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আহতদের দেবিদ্বার উপজেলা সদর ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জনান, কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক পাংচার হয়ে মাঝ রাস্তায় থেমে যায়। এ সময় পেছন থেকে কোম্পানীগঞ্জ থেকে দেবিদ্বারগামী রয়েল সুপার নামে একটি বাস ও দেবিদ্বারগামী একটি লরি ধাক্কা দেয় ট্রাকটিকে। এতে ট্রাকটি দুমরে-মুচরে যায়।
অপরদিকে বাস ও লরিটিও রাস্তার পাশে উল্টে যায়। এতে তিনটি যানবাহনের চালকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
Last Updated on November 5, 2024 5:11 pm by প্রতি সময়