দশম শ্রেনীর একছাত্রীকে বিদ্যালয় ক্যাম্পাসে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোক্তল হোসেনকে অবরুদ্ধ করে তার ও জামাতার মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
বুধবার (১৫ মার্চ) বিকেলে এই ঘটনার পর খবর পেয়ে দেবিদ্বার সার্কেল এএসপি আমিরুল্লাহ ও দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। এসময় পুলিশসহ অবরুদ্ধ হয়ে পড়ে এবং রাতে স্কুল ক্যাম্পাসে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বিপুল পরিমান ফাকাগুলি ছুড়ে। এতে অন্তত ১৫জন গুলিবিদ্ধ হয়। মারাত্মক আহত ৮জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপরদিকে বিক্ষুব্ধ জনতা চকলেট বোমা বিস্ফোরনে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং বিদ্যালয়ের দরজা জানালা ভাংচুর করে।
রাত পৌনে ৯টায় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে বিক্ষুব্ধ জনতার অবরুদ্ধ থেকে ফাকাগুলি ও লাঠি চার্জে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে প্রধান শিক্ষকসহ পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার পর শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়। পরে তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
ঘটনার বিষয় প্রধান শিক্ষক গণমাধ্যমকে জানান, তিনি চক্রান্তের শিকার।
Last Updated on March 16, 2023 9:26 am by প্রতি সময়