# প্রতীকী ছবি।
একটি ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতে পুড়ে গেছে অন্তত ২৫টি ঘর।কুমিল্লা শহরতলীর দৌলতপুরের রেলগেইট সংলগ্ন হারুন ভূঁইয়ার বাড়িতে বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। কুমিল্লা ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
স্থানীয় দৌলতপুর গ্রামের অধিবাসী কামরুল হাছান, গোবিন্দপুর এলাকার অধিবাসী এমএ হাসান খানসহ স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদর্শ সদর উপজেলার দক্ষিন দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুর হারুন ভূইয়ার বাড়ির আমজাদ হোসেনের ভাড়াটিয়া ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। নিমিষে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। মোজাম্মেল হকের ৮টি ভাড়াটিয়া পরিবারের ঘর ও ফারুক ভূইয়ার বসত ঘরসহ ভাড়াটিয়াদের ১০/১২টি ঘর পুড়ে যায়।
খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ও ইপিজেডের ৪টি ইউনিট ঘটনাস্থলেেএসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ইউপি সদস্য রেজাউল করিম রাজন জানান, দৌলতপুর পূর্ব পাড়ায় আকস্মিক আগুনে পুড়ে গেছে প্রায় ২৫টি ঘর। এদের অধিকাংশই ভাড়াটিয়া। খেটে খাওয়া মানুষ। আগুনে ঘরের আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে যাওয়ায় তারা নি:স্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য সরকারি সাহায্য অতি জরুরী হয়ে পড়েছে।
দৌলতপুর এলাকার অধিবাসী আদর্শ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন। তিনি বলেন- আমরা ক্ষতিগ্রস্থদের পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াব।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 2, 2020 11:18 pm by প্রতি সময়