ইয়াবা ও চোলাই মদসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার মাদক বিক্রেতার নাম সুরাইয়া আক্তার (৩৯)। তার বাড়ি কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুরে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহাকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুমিল্লা কোতয়ালী থানাধীন দ্বিতীয় মুরাদপুর এলাকার কাসেম মিয়ার বাড়ির পূর্বদিকের একটি ঘরে মাদকদ্রব্য বেচাকেনা চলে।
এরই ভিত্তিতে বুধবার (২৫ আগস্ট) দুপুর দুইটার দিকে ওই ঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেএকটি পলিপ্যাকেটের ভেতর লালচে বর্ণের মিথাইল অ্যামফিটালমিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৩০ পিস ও দুইটি প্লাষ্টিকের বোতলে চোলাইমদ চার লিটার উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রেতা সুরাইয়া আক্তারকে গ্রেফতার করা হয়।
এদিকে ওই নারী আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার ইন্সপেক্টর মাহবুবুল আলম ভূঞাঁ বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের এসআই রূপন কান্তি পালসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 25, 2021 9:20 pm by প্রতি সময়