কুমিল্লায় অনলাইন প্লাটফর্ম ও নারী উদ্যেক্তাদের তৈরী পণ্য নিয়ে নগর উদ্যানের (পার্ক) ধর্মসাগর পাড়ে মেলা বসেছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (২৪ মার্চ) থেকে শুরু হয়েছে তিনদিনের নারী উদ্যোক্তা পণ্য মেলা।
কুমিল্লা সিটি কপোরেশনের সহযোগিতায় মেলায় স্থান পেয়েছে ২১ টি স্টল। বুধবার শুরুর দিন বিপুল সংখ্যক দর্শক ও ক্রেতার সমাগম ঘটেছে মেলায়।শুক্রবার পর্যন্ত চলবে এ মেলা।
মেলায় শাড়ী-পাঞ্জাবী, সালোয়ার-কামিজ, টপস, বাচ্চাদের পোশাক, বাহারি নকশার পোশাক পাওয়া যাচ্ছে। এছাড়া হ্যান্ডিক্রাফটস, পাট ও চামড়াজাত দ্রব্য, কসমেটিক্স, হাতের তৈরি দেশিয় গহনাসহ নানা ধরনের সামগ্রী, ঘরে বানানো হরেক রকমের পিঠা, আচার ও মুখরোচক খাবার রয়েছে স্টলগুলোতে।
এ ধরনের মেলার মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবে এবং তারা এগিয়ে যাবে এমন মন্তব্য করে নারী উদ্যোক্তা গ্রুপের পরিচালক তারিন মজুমদার বলেন, আমাদের জেলায় আমাদের নিজস্ব পণ্য ও ঐতিহ্য তুলে ধরতে এ মেলার আয়োজন সবদিক থেকে গুরুত্ব বহন করছে।যদিও কম সময় নিয়ে মেলার আয়োজন তবুও মেলার মাধ্যমে কুমিল্লার জেলাভিত্তিক পণ্য প্রদর্শনী ও দেশি পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরতে পারছি ।
Last Updated on March 24, 2021 10:23 pm by প্রতি সময়