কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির নোয়াপাড়া গ্রামে গনপিটুনিতে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে ওইগ্রামের এক প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে চার ডাকাতের একজন গণপিটুনির শিকার হয়ে মারা যায়। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।
জানা যায়, ওই গ্রামের প্রবাসী আবদুস সাত্তারের ঘরে রবিবার দিবাত রাত তির দিকে চার ডাকাত বারান্দার গ্রিল কেটে দরজা খুলে ঘরে ঢুকলে ওই প্রবাসীর স্ত্রী মালেকা বেগম টের পেলে তাকে মারধর শুরু ডাকাতরা। এক পর্যায়ে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে ঘরের বাইরে গেলে মালেকা বেগম তার মামাকে মোবাইল ফোনে ডাকাতির ঘটনা জানালে তিনি মসজিদের মাইকে ঘোষণা দেন।
এরপর গ্রামবাসী লাঠিসোঠা নিয়ে ব্যারিকেড দিলে তিন ডাকাত পালিয়ে যায়।কিন্তু তাদের সঙ্গি একজন পুকুর পাড়ে পড়ে গেলে তাকে আটক করে গ্রামবাসী গণপিটুনি দেয়।পরে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই ডাকাতের মৃত্যু ঘটে।
নাঙ্গলকোট থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, সকাল ৮টার সময় স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 6, 2021 6:35 pm by প্রতি সময়