কুমিল্লার বুড়িচং উপজেলায় অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া সর্ববৃহৎ সবজি ও কাচামালের বাজার ‘নিমসার বাজার’ এর সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাদার মনোনীত হয়েছেন নিমসার এলাকার মো. জামাল হোসেন।
মঙ্গলবার বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে হাটবাজার ইজারার দরপত্র ড্র অনুষ্ঠিত পর্বে মোঃ জামাল হোসেনকে নিজের বাজারের ইজারাদার মনোনীত করা হয়।
এবারের ইজারায় চারজন অংশগ্রহণ করেন।
এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হন মোঃ জামাল হোসেন।
সম্পূর্ণ প্রক্রিয়ায় হাটবাজার নীতিমালায় মো. জামাল হোসেনকে যাছাই বাছাই শেষে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, হাটবাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ দেয়া হবে।
দরপত্র ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজী চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টারসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
Last Updated on March 28, 2023 10:20 pm by প্রতি সময়