কুমিল্লা আদর্শ সদর উপজেলার সেনানিবাস সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় হাজি ম্যানশনের মোটরবাইক পার্টসের দোকান ও বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কটি দোকান ও বসতঘর পুড়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও নিম্নআয়ের মানুষের জন্য ভাড়ায় থাকার জন্য তৈরি করা ৯টি ঘর পুড়ে যায়।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ছয়টি দোকানের মধ্যে আবদুল কাদেরের ভাই ভাই মোটরস নামে ছয়টি দোকান, শফিকুর রহমানের সুফিয়ান মোটরসের ১ টি ও রাজিবের রাজিব হোন্ডা অ্যান্ড সার্ভিসিং সেন্টারের ২ টি দোকান পুড়ে যায়।
আগুনে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোহেল নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, মার্কেটের আগুন অল্প সময়ের মধ্যে পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৯টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া বসতঘরে নিম্ন আয়ের মানুষের বসবাস ছিলো। যাদের বেশীর ভাগ ফেরিওয়ালা ও দিন মজুরের কাজ করতেন।ছোট ছোট এই ঘরগুলোতে তারা ভাড়ায় থাকতেন।অগ্নিকান্ডে এসব নিম্নআয়ের মানুষগুলোর সবকিছুই পুড়ে গেছে।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, রাত দেড়টায় খবর পেয়ে কুমিল্লা, চান্দিনা ও ইপিজেড স্টেশনের ৬ ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
Last Updated on April 3, 2021 7:22 pm by প্রতি সময়