বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের আওয়ামী লীগের ত্যাগী প্রবীণ কর্মীরা।
বুধবার (২৩ জুন) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এ ব্যতিক্রমী আয়োজন নতুন প্রজন্মের মাঝে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
ঝালুয়াপাড়া হাইস্কুল মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন বাহালুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন।
এবারই প্রথম ইউনিয়নের প্রতি ওয়ার্ড থেকে একজন করে প্রবীণ ত্যাগী কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আবেগ আল্পুত সংবর্ধিত প্রবীণ কর্মীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সংবর্ধিত প্রবীন আওয়ামী লীগ কর্মীরা হলেন- ইউনিয়নের বসন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, কালিকাপুর গ্রামের মুমিন মিয়া,শরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন মজুমদার,মীরপুর গ্রামের আবদুল জলিল,বিষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ,গোলবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরী,পশ্চিম মাঝিগাছা গ্রামের বাবুল মিয়া,ডুমুরিয়া চান্দপুর গ্রামের সামছুল হক, চানপুর গ্রামের তাহেরুল ইসলাম।
প্রবীন আওয়ামী লীগ কর্মীদের সংবর্ধনা প্রসঙ্গে ইকবাল হোসেন বাহালুল চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সংগ্রাম ও বাংলাদেশ জন্মের চিন্তা থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। দলটির সাথে সম্পৃক্ত আমাদের এখানকার প্রবীণরাই আমাদের প্রাণশক্তি। তাই দলের প্রবীণদের আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 23, 2021 8:57 pm by প্রতি সময়