[এমপি বাহার, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার শোক]" />
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির প্রবীণ সদস্য ও ক্রীড়া সংগঠক মোঃ আব্দুল কুদ্দুস আর নেই।
শুক্রবার (৩০ জুলাই) ভোর ৬ টায় ৭০ বছর বয়সে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জুমা নামাজ শেষে ছোটরা মধ্যপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে ছোটরা কবরস্থানে দাফন করা হয়।
মোঃ আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্লাব প্রতিনিধি, সাবেক ও বর্তমান খেলোয়াড় বৃন্দ। শোক বার্তায় এ প্রবীণ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।
কুমিল্লা কালেক্ট্রেরিয়েট অফিসের কর্মকর্তা ছিলেন মোঃ আব্দুল কুদ্দুস। পাশাপাশি ছিলেন একজন দক্ষ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। ৭০ দশকে মুসলিম এসি ক্লাবের প্রতিনিধি হয়ে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত হন তিনি। চাকরি জীবনের পাশাপাশি ক্রীড়াঙ্গন ছিল আব্দুল কুদ্দুসের আরেক পরম ভালোবাসার জায়গা।
তিনি দক্ষ ফুটবলার ছিলেন। ফুটবল খেলেছেন ইয়াং সোসাইটি ও ইস্ট বেঙ্গলের হয়ে। চাকুরির পরের সময়ে খেলাধুলার সাথেই সময় কাটাতেন। অবসরের পরে মাঠেই থাকতেন সবসময়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 30, 2021 5:13 pm by প্রতি সময়