হাত-পায়ের রগ কেটে কুমিল্লার বরুড়ায় সোহেল নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. সোহেল জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত জাফর আহমেদের ছেলে।
বুধবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার। ‘প্রতিসময়’কে তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতকদের আটক করতে অভিযান শুরু করেছে। নিহত সোহেল পার্শ্ববর্তী মোদাফফরগঞ্জ বাজারে ফ্ল্যাক্সিলোডসহ একটি ভেরাইটিজ স্টোরের ব্যবসা করতেন। রাতে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে সোহেল লাকসাম উপজেলার মোদাফফরগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। সেখানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on March 17, 2021 9:18 pm by প্রতি সময়