কুমিল্লার বর্ষিয়ান নেতা প্রয়াত আফজল খান পুত্র ও কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ খান (ইমরান খান) আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার সকালের দিকে কুমিল্লা শহরের ঠাকুরপাড়াস্থ নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান তিনি। পরে কুমিল্লা মুন হসপিটালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘুমের মধ্যেই তিনি হার্ট অ্যাটাকে মারা যান।
তার জানাযার নামায আজ (সোমবার) রাত ৯টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় বোন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি, এফবিসিসিআই পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ছিলেন।
Last Updated on March 6, 2023 6:26 pm by প্রতি সময়