মানুষ নানাভাবে আনন্দ উপভোগ করে আবার আনন্দ দেয়। কুমিল্লা বুড়িচংয়ে ফুটবল খেলাকে ঘিরে ব্যতিক্রমী আনন্দ উপভোগ করেছে গ্রামের ক্রীড়ামোদি সাধারণ মানুষ। বিবাহিত ও অবিবাহিতদের নিয়ে গড়ে তোলা ফুটবল টিমের খেলায় হইচই ফেলেছে কুমিল্লায়।
শুক্রবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের দেবপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন গক্ষুর মাঠে বিবাতিহ বনাম অবিবাহিত দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বিবাহিত দল ৩-৪ গোলে জয় পেয়েছে।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন পরিষদের সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন, আব্দুল জলিল বিকম, সাবেক মেম্বার মোঃ আব্দুল মান্নান, স্বপন মিয়া, রাসেল সারওয়ার, ইউনুস মিয়া, মনির হোসেন, নজরুল ইসলাম।
বিবাহিত দলের অধিনায়ক ছিলেন মোঃ আবুল কাসেম। অবিবাহিত দলের অধিনায়ক ছিলেন মোঃ আব্দুল কাইয়ুম।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন।
Last Updated on February 17, 2023 8:46 pm by প্রতি সময়