কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের আনন্দপুর গ্রাম। সুন্নিয়তের আদর্শে অনুপ্রাণিত এ গ্রামের মুসুল্লিরা প্রায় ২০ বছর ধরে নামাজ আদায় ও এবাদত বন্দেগি করে আসছেন আনন্দপুর পশ্চিমপাড়া সালাম শাহ (র:) জামে মসজিদে।
মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাতে এশার নামাজ শেষে শবে বরাতের তাৎপর্য আলোচনা ও মিলাদ কিয়ামের পর মোনাজাত শেষে আনন্দপুর পশ্চিমপাড়া সালাম শাহ (র:) জামে মসজিদের নাম পরিবর্তন করে তাবারুকের বিরিয়ানির প্যাকেটের গায়ে কৌশলে কে বা কারা পাক পাঞ্জাতন জামে মসজিদ নামের প্যাকেট মুসল্লিদের হাতে বিতরণ শুরু করে। বিষয়টি মসজিদ কমিটির দৃষ্টিগোচর হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় মুসল্লিরা।
খবর পেয়ে বুড়িচং থানার এসআই মাহাবুব আলম ও এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মসজিদের নাম পরিবর্তনের মতো ওই বিতর্কিত ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে আনন্দপুর পশ্চিমপাড়া সালাম শাহ (রঃ) জামে মসজিদ ও মাজারের সামনে মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
মসজিদ কমিটির সাবেক সভাপতি মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে ও আশিকুর রহমান সাকিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাজার শরীফের মোতাওয়াল্লি সাংবাদিক গাজী মোঃ জাহাঙ্গীর আলম জাবির, মোঃ আবদুল হালিম কালু, মোঃ আবু তাহের, মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসেন, মাজার শরীফের খাদেম মোঃ আলী মিয়া, মোঃ আয়েত আলী,মোঃ আবদুল খালেক, মোঃ জহিরুল ইসলাম , মোঃ আজাদ, মোঃ খোরশেদ আলম, মোঃ দুলাল হোসেন, মোঃ মুমিনুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ ইউসুফ মিয়া, মোঃ রবিউল,মোঃ বাবুল মিয়া,শামসু মিয়া, মোঃ আব্দুস সুবহান, মোঃ আবুল কালাম, মোঃ শাহ আলম, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মোস্তফা কামাল, মোঃ ইকবাল হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ আবুল হোসেন,মোঃ নূরে আলম সহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় মাজার শরীফের খাদেম সাংবাদিক গাজী মোঃ জাহাঙ্গীর আলম জাবির বলেন, সালাম শাহ(রঃ) মসজিদের নামেই কাগজে কলমে প্রকৃত নাম,পাক পাঞ্জতন নাম বলতে কোনো নামই ছিলো না। হঠাৎ করে এই নামে তাবারুকের প্যাকেট কেন? বিশ বছর যাবৎ আনন্দপুর পশ্চিম পাড়া সালাম শাহ (রহ:) নামে মসজিদ চলছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ ইসমাইল হোসেন বলেন,ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের ফোর্স পাঠিয়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে।ঘটনার বিষয়টি তদন্ত চলছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Last Updated on March 8, 2023 9:30 pm by প্রতি সময়