কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল দুই শতক জমিসহ সেমিপাকা ঘর।
বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বুড়িচং উপজেলা পরিষদের আয়োজিত ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার মোকাম ইউনিয়নের শিকারপুর, বুড়িচং সদর ইউনিয়নের হরিপুর ও ষোলনল ইউনিয়নের ভান্তি গ্রামের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৯৯টি ঘরের চাবি, দলিল ও সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মীঠু, উপজেলা প্রকৌশলী মোঃ আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সমাজসেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Last Updated on March 22, 2023 8:54 pm by প্রতি সময়