কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেষপুর এলাকার একটি জলাশয় থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নূরজাহান বেগম ওরফে ভূতি নামের ৬৫ বছর বয়সী এক বয়োবৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বুড়িচং উপজেলার সমেষপুর গ্রামের মৃত আঃ মতিনের স্ত্রী।
কিছুটা মানসিক ভারসম্যহীন নূরজাহান প্রায়ই বাড়ী থেকে বের হয়ে কিছুদিন পর পুনরায় বাড়ি ফিরতেন। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে নূরজাহান বেগম বাড়ী থেকে বের হয়ে রাতে আর বাড়ী ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেন।
মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন পাশের জলাশয়ে নূরজাহান বেগমের লাশ পরে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এস আই জাহিদ জানান, ধারনা করা হচ্ছে ২/৩ দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। লাশ অনেকটাই পচে গেছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on September 27, 2022 9:30 pm by প্রতি সময়