রিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে এ ঘটনাা ঘটেছে। ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের মোল্লা বাড়ীর মৃত লোকমান হোসেনের পুত্র রমজান আলীর (৩৫) সাথে দশ বছর আগে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে রিমা আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। রমজান আলী সীতাকুন্ড এলাকায় শিপিয়ার্ডে শ্রমিকের কাজ করেন।
স্থানীয়রা জানান, রমজান ঈদের ছুটিতে বাড়ীতে আসে। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৮ মে) বেলা ১২টায় রমজান আলীর মা, সাত বছরের মেয়ে তাকিয়া, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী কোটবাড়ী বিনোদন কেন্দ্রে বেড়াতে যায়। বাড়ীতে তখন রমজান ও তাঁর স্ত্রী রিমা আক্তার ছিলো।
বিকেল তিনটায় তাঁদের এক নিকট আত্মীয় রমজানের বাড়ীতে যায়। এসময় ঘরের দরজা খোলা পেয়ে ভিতরে গিয়ে বিছানার উপর রিমা আক্তারের গলা কাটা দেহ পরে থাকতে দেখেন। পরে বাড়ীর লোকজন একত্রিত হয়ে পুলিশকে খবর দেয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আলামত জব্দের জন্য সিআইডি পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী রমজান পলাতক রয়েছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on May 18, 2021 11:47 pm by প্রতি সময়