শনিবার সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত দক্ষিণ তেতাঁভূমি (নোয়াপাড়া) জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ও কুয়েত প্রবাসী সাইদুর রহমান লিটনের সার্বিক সহযোগিতায় দক্ষিণ তেতাঁভূমি (নোয়াপাড়া) কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ সংলগ্ন মাঠে এই ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়।
‘স্বেচ্ছায় করব রক্তদান-বাঁচতেও পারে একটি প্রাণ, রক্তের গ্রুপ জেনে নিন-মানব সেবায় রক্ত দিন’..
এসব স্লোগান ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ম্যাটস এর শিক্ষার্থীরা এই ব্লাড গ্রুপ নির্ণয় করেন।
অনুষ্ঠানে ৫শ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণ তেতাঁভূমি (নোয়াপাড়া) জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিহাদুল ইসলাম রনির প্রধান সমন্বয়ে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সুমন মিয়াসহ স্থানীয় ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Last Updated on March 4, 2023 9:31 pm by প্রতি সময়