# পুত্রের নিহতের খবরে পিতার আকস্মিক মৃত্যু" />
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় প্রেমিকার বাবা-চাচার পিটুনির পর তরুণ প্রেমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পুত্রের মৃত্যুর খবর শুনে হার্টঅ্যাটাকে মারা গেছেন পিতাও। ঘটনার পর প্রেমিকার বাবা ও চাচাসহ স্বজনরা পলাতক রয়েছেন।
রোববার (৭ মে) সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত তরুণের নাম মাহিন মিয়া। তার পিতার নাম হিরণ মিয়া। নিহতের স্বজনরা জানান, মাহিনের সঙ্গে সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল।
নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা মুজা মিয়া ও চাচা জাহাঙ্গীর হোসেন মাহিনকে বাড়িতে ডেকে নিয়ে মারধর করেন। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুটা সুস্থ বোধ করলে রোববার সকালে মাহিনকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় ফিরে বেলা ১১টার দিকে মাথাঘুরে পড়ে যায় মাহিন। এ অবস্থায় তাকে আবারও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহিনের পরিবারের অভিযোগ, তাকে বেধড়ক পোটানোর কারণে শারীরিক এমন কোন বড় সমস্যা হয়েছে যে কারণে সে মারা গেছে। ছেলের মৃত্যুর খবর শুনে সইতে না পেরে দুপুরে হার্টঅ্যাটাকে মারা যায় তার পিতা হিরণ মিয়া। এই দুই মৃত্যুর জন্য ওই মেয়ের বাবা-চাচা ও পরিবারের লোকজন দায়ী।
এবিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান জানান, আমরা মূলত বৃহস্পতিবার রাতে ছেলেটির ওপর কী ধরণের নির্যাতন করা হয়েছে এবং কী কারণে তার মৃত্যু ঘটেছে এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পোষ্টমর্টেম রিপোর্ট এলে তো মৃত্যুর কারণ জানা যাবে। এর আগে আমরা বৃহস্পতিবার রাতের বিষয়টিকে প্রাধান্য দিয়ে কাজ করছি। যারা এঘটনায় জড়িত ছিল তাদের আইনের আওতায় আনা হবে। আর ছেলেটির বাবা তার পুত্রের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন, পরে হসপিটালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Last Updated on May 7, 2023 7:15 pm by প্রতি সময়