শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

কুমিল্লার মুরাদনগরে আশ্রায়ণ প্রকল্পের নির্মানাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১২৮ দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগরে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতাধীন প্রধানমন্ত্রী শেখ হসিনার উপহারের নির্মানাধীন ঘর পরিদর্শন করলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

সোমবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসসহ উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক উপজেলার চাপিতলা ইউনিয়নের পুষ্করিনীর পাড় গ্রামে মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতাধীন ভূমিহীণ ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের নির্মানাধীন ঘরগুলো ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন। করোনাকালীন সময়ে নির্মাণকর্মীদের খেলাধুলার জন্য একটি ফুটবল ও অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রীসহ মাস্ক বিতরণ করেন।

এসময় তিনি ঘর নির্মাণকর্মীদের সঙ্গেও কথা বলেন ও তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর ভালো ভাবে নির্মাণ করতে হবে। তারপরেও কখনো কোন সমস্যা মনে করলে ঘরের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন।

এই প্রকল্পের ঘরগুলো সরকারি খাস জমির উপর তৈরি করা হয়েছে৷ প্রতিটির আয়তন ৪০০ বর্গফুট৷ প্রতিটি ঘরে আছে দুটি কামরা, রান্নাঘর, বারান্দা ও টয়লেট৷ এছাড়া ১০টি ঘরের জন্য একটি করে গভীর নলকূপ বসানোর কথা রয়েছে৷ দ্বিতীয় ধাপের অধীনে ২৫০টি ঘর বরাদ্দ হয়েছে।

সেমিপাকা এই ঘরগুলোর প্রতিটি তৈরি করতে প্রথম পর্যায়ে খরচ হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা৷ দ্বিতীয় পর্যায়ে খরচ হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা এবং তৃতীয় পর্যায়ে দুই লাখ টাকা৷ প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমিসহ এই ঘর দেওয়া হচ্ছে৷

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, টনকী ইউপি’র চেয়ারম্যান জাকির হোসাইন, চাপিতলা ইউপি’র চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ভুইয়া প্রমুখ।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on July 12, 2021 6:57 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102