ব্যাংক এশিয়া লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার যাত্রা শুরু হয়েছে কুমিল্লা মুরাদনগর উপজেলার ধনীরামপুর বাজারে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজারের বারিক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আউটলেট শাখা’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস।
উপজেলা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে ও ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ডিভিশনের টিম লিডার মোতালেব হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, ব্যাংক এশিয়া’র কোম্পানীগঞ্জ শাখা’র ব্যবস্থাপক আনোয়ার হোসেন, কুমিল্লা জোনের রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম, কুমিল্লা উওর জেলা কৃষক লীগের নেতা হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংক এশিয়া’র ধনীরামপুর বাজার আউটলেট শাখা’র এজেন্ট শিরিন সুলতানা, এম ডি আনিসুর রহমান, দ্বিন ইসলাম, স্বপনা আক্তার, ছালমা বেগম, স্থানীয় ইউপি’র সদস্য মনিরুজ্জামান, ব্যবসায়ী রফিকুল ইসলাম, নজরুল ইসলাম নয়ন, সেলিম রেজা প্রমুখ।
জানা যায়, বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রাজিলে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়।আর বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় ২০১৪ সালে। বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনাসংক্রান্ত নীতিমালা জারি করে।২০১৪ সালের জানুয়ারিতে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।পাইলট কার্যক্রম শুরু করে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়।
Last Updated on February 4, 2021 11:21 pm by প্রতি সময়