সোলার লাইটের আলোয় আলোকিত হয়ে উঠবে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ইলিয়টগঞ্জ পর্যন্ত সড়ক।
স্থানীয় সরকার বিভাগের সরাসরি বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে ১৫ লক্ষাধিক টাকা ব্যয়ে মুরাদনগর-ইলিয়টগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ন স্থানে স্থাপন করা ৪৬টি সোলার লাইট আলোকিত করবে ওইসব সড়ক এলাকা।
সোমবার (২২ এপ্রিল) সোলার লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি জাহাঙ্গীর আলম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা ডেভলাপমেন্ট ফেসিলিলেটর মো: জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার সিরাজুল ইসলাম মানিক প্রমুখ।
Last Updated on April 22, 2024 8:59 pm by প্রতি সময়