কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতেই ইউনিয়ন পরিষদের সচিবকে মারধর করার অভিযোগ ওঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫আগস্ট) দুপুরে মানিকারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।পরে রাতেই সচিব ফজলুল করিম মজুমদার ইউপি চেয়াম্যানসহ চার জনের বিরুদ্ধে মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মানিকারচর ইউনিয়ন পরিষদের সচিব ফজলুল করিম মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে সরকারি চাল বিতরণ করছি। এমন সময় স্থানীয় ছাত্রলীগ নেতা আওলাদ হোসেন, রাকিব ও হুযাইফা মিয়া কয়েকটি জন্মনিবন্ধন করে দিতে বলে। ওই সময় সার্ভারের সমস্যা থাকায় পরে করে দেওয়ার কথা বললে আমাকে গালিমন্দ করে।তখন তাদেরকে নিয়ে পাশের রুমে বসে থাকা চেয়ারম্যানকে বিষয়টি জানাতে গেলে উল্টো চেয়ারম্যান তাদের পক্ষ নিয়ে আমাকে ধাক্কা মারে।তখন ওই মুহুর্তে তারা চেয়ারম্যানের সামনেই আমাকে মারধর করে।
ছাত্রলীগ নেতা আওলাদ হোসেন বলেন, জন্মনিবন্ধন নিয়ে সচিবের নামে বিস্তর অভিযোগের বিষয়টি চেয়ারম্যান জাকির হোসেনকে জানালে তিনি অনিয়মটি হাতেনাতে ধরার কথা বলেন।তাই বৃহস্পতিবার হাতেনাতে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে যাই।পরবর্তীতে সচিব নিজেকে বাঁচানোর জন্য থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
এবিষয়ে মানিকারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.জাকির হোসেন জানান, সচিব ফজলুল করিম মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতারা এ অনিয়মের প্রতিবাদ করেছে মাত্র।আমার বিরুদ্ধে সচিবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।বরং ইউপি সচিব আমার প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য কাজ করছেন।
মেঘনা থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.ছমি উদ্দিন বলেন, ইউপি সচিব ফজলুল করিম মজুমদার বৃহস্পতিবার (২৫আগস্ট) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোসাম্মদ রাবেয়া আক্তার বলেন,ঘটনাটি শুনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে বলেছি।
Last Updated on August 26, 2022 8:36 pm by প্রতি সময়