কুমিল্লার মেঘনা উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। গত সোমবার (১ মে) সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে তারা এ দাবী জানান।
এবিষয়ে বৃহস্পতিবার (৪ মে) বিকেলে মেঘনা উপজেলা ছাত্রলীগের আগের কমিটির সভাপতি এম এইচ সাইদ বলেন, যে কমিটি করা হয়েছে, এটি স্বচ্ছতার সঙ্গে হয়নি। যারা প্রকৃত অর্থে ছাত্রলীগ করার যোগ্যতা রাখে এবং তৃনমূল ছাত্ররাজনীতিতে জড়িত তাদেরকে কমিটিতে রাখা হয়নি। কমিটি করার ক্ষেত্রে অনৈতিকতার আশ্রয় নেওয়া হয়েছে এবং আর্থিক লেনদেনও হয়েছে। আমরা এই কমিটি বাতিলের দাবী জানাচ্ছি।
এদিকে গত সোমবার (১ মে) দুপুরে মেঘনা উপজেলার কান্দারগাঁও স্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন ও পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা ঘোষিত কমিটি বাতিলের দাবী করে বলেন, আর্থিক লেনদেনের মাধ্যমে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত, অযোগ্য,বয়স্ক ও বিবাহিতদের দিয়ে মনগড়া কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা ছাত্রলীগের আগের কমিটির সভাপতি এম এইচ সাইদ, সাধারণ সম্পাদক শফিক দেওয়ান, সহ-সভাপতি রকিবুল ইসলাম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন রুবেল, দপ্তর সম্পাদক জুনায়েদ আহম্মেদ জয় প্রমুখ।
এ প্রসঙ্গে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন মুঠোফোনে জানান, মেঘনা উপজেলায় ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। প্রায় বছর খানেক আগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। অনেক যাচাই-বাচাই শেষে নতুন কমিটিতে স্বচ্ছতার ভিত্তিতে পদ দেওয়া হয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
Last Updated on May 4, 2023 8:18 pm by প্রতি সময়