স্কুলে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থী।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনের অদূরে মাজারের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রেললাইনে অবস্থান করে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা।
নিহত স্কুল শিক্ষার্থীর নাম মিম আক্তার। সে রসুলপুর গ্রামের রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার সময় মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল মিম। ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস একসঙ্গে ক্রস করছিল। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও অপরপাশের ট্রেন না দেখায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা জানান, এখানে ট্রেন আসার আগে পথচারীদের সতর্ক করা হয় না। কখন ট্রেন আসছে কেউ জানে না। এ রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে এভাবেই অরক্ষিত অবস্থায় রয়েছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ছিল রেলগেট নির্মাণ করা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৫ দিনের মধ্যে রেলগেট নির্মাণ করবে। আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।’
তিনি জানান, নিহত শিক্ষার্থীর দাফনের আনুষ্ঠানিকতার জন্য উপজেলা প্রশাসন থেকে নগদ ২০ হাজার টাকা দেয়া হয়েছে।
Last Updated on May 16, 2024 6:26 pm by প্রতি সময়