
কোভিডে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাসহ অসহায় ১৯৫ পরিবারের মাঝে কুমিল্লা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নগদ অর্থ অনুদান হিসেবে বিতরন করা হয়েছে।
বুধবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিট কার্যালয়ে এর অর্থ বিতরণ করা হয।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য মফিজুর রহমান বাবলু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ ১৯৫ জন অসহায় পরিবারকে সাড়ে চার হাজার টাকা করে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আব্দুল হাই বাবলু, সদস্য প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া , হেলাল উদ্দিন আহম্মদ, হাবিবুল্লাহ তুহিন, জামিল আহমেদ খন্দকার, শহীদুল আলম জুয়েল, আজীবন সদস্য আজিমুল আজম ও কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটির ডিডি জানে আলম।
Last Updated on August 31, 2022 9:05 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...