কুমিল্লার লাকসাম উপজেলার পৌর এলাকায় একটি দিঘী খননের সময় মিলেছে অবিস্ফোরিত গ্রেনেড। স্থানীয়ভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পর পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।
বুধবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাকসাম পৌরসভার ডুরিয়া বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাকসাম পৌর এলাকার ডুরিয়া বিষ্ণুপুরে দিঘী খনন করার সময় একটি গ্রেনেডটি দেখতে পায়।পরে স্থানীরা ৯৯৯-এ কল করলে পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা বাংলাদেশের স্বাধীনযুদ্ধের সময় অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। গ্রেনেডটি বিস্ফোরণ ঘটানোর জন্য সেনাবাহিনীর গ্রেনেড বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।
Last Updated on May 27, 2021 12:26 pm by প্রতি সময়