বাইরে থেকে বুঝার কোন উপায় নেই কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কেমতলী অজোপাড়াগাঁয়ের গোলাপী রংয়ের একতলা ভবনটি মাদক বেচাবিক্রির আখড়া।বাড়ির মালিকের চলাফেরা আর বাইরেরলোকজনের আনাগোনায় ধীরে ধীরে সন্দেহের তালিকায় নাম উঠে আসে কাজল বেগমের নাম। অত্যন্ত চতুর ওই নারী আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান থেকে বাঁচতে বাড়ির আশপাশে অত্যাধুনিক সিসি ক্যামেরা বসিয়েছেন।২৪ ঘণ্টা চালু রাখা মনিটরে লোকজনের গতিবিধি লক্ষ্য রাখা হতো। কিন্তু শেষ রক্ষা হলো না কুমিল্লা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্সের অভিযানে।
সিসি ক্যামেরার বদৌলতে মাদক সম্রাজ্ঞি কাজল বেগম পালিয়ে গেলেও তার ভবন থেকে উদ্ধার করা বিপুল পরিমান মাদক দ্রব্য ও মাদক বিক্রির দেড় লক্ষাধিক টাকা।
কুমিল্লার গ্রামীণ জনপদে মাদকের নিরব বাণিজ্য চলছে এমন খবর পায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়। ব্যাস সিদ্ধান্ত হয়, সেখানে চালানো হবে টাস্কফোর্স অভিযান। কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের দিক নির্দেশনায় মাদকবিরোধী টাস্কফোর্সের বহর বুধবার (১৬ জুন) দুপুরে অভিযান শুরু করে কুমিল্লার লাকসামে।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁঞা, ইন্সপেক্টর আবুবকর সিদ্দিক, ইন্সপেক্টর ব্রজলাল চাকমাসহ সকল সদস্য, পুলিশের এসআই পিকেল চাকমাসহ ১৩ জন পুলিশফোর্স, এনএসআই’র অফিসার, কাস্টমসের ইন্সপেক্টর মোঃ সদর উদ্দিনসহ টাস্কফোর্সের বহর দুপুরে হানা দেয় কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কেমতলী গ্রামের মাদক সম্রাজ্ঞি কাজল বেগমের বাড়িতে।
বাড়ির আশপাশে ৫টি সিসি ক্যামেরার ব্যবহার থাকায় ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হন কাজল বেগম। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতারের উপস্থিতিতে মাদক সম্রাজ্ঞি কাজলের একতলা ভবনের প্রতিটি কক্ষে তল্লাশি চালায় টাস্কফোর্স সদস্যরা। এসময় ৬ কেজি গাঁজা, ৬৩০ পিস ইয়াবা, মাদকবিক্রির নগদ ১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা এবং নিরাপদে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫ টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। মাদক সম্রাজ্ঞি কাজল পালিয়ে গেলেও তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এছাড়া টাস্কফোর্সের অভিযানে ওই গ্রামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমান আদালতে তাকে জেল ও জরিমানা প্রদান করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 16, 2021 11:19 pm by প্রতি সময়