কুমিল্লার লাকসামের কোমার ডোগা ও চিকনিয়া মুদাফফরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা, বিয়ার, গাঁজা, নগদ টাকা এবং সিসি ক্যামেরাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের একটি আভিযানিক টিম।আটক দুই জনের একজন কোমার ডোগার স্থানীয় আওয়ামী লীগ নেতা।মাদকদ্রব্যসহ আটকের সময় আবুল বাশার নামের এ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিভিন্নভাবে ক্ষমতার প্রভাব খাটানোর চেষ্টা করেছেন বলে মাদকবিরোধী আভিযানিক টিমের সদস্যরা জানান।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয় থেকে পাঠানো প্রেসরিলিজে জানানো হয়, সোমবার সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের আভিযানিক একটি টিম লাকসাম থানাধীন কোমারডোগা ও চিকনিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চিকনিয়া, মুদাফফারগঞ্জ হতে মোঃ শাখাওয়াত হোসেনকে (৩৭) ৯০০ পিস ইয়াবা, ১৩ ক্যান বিয়ার ও মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার ২০০ টাকাসহ আটক করা হয়। আটক শাখাওয়াত ওই এলাকার আবদুল মোমেন পাটোয়ারীর ছেলে।
এদিকে একই অভিযানে কুমিল্লার লাকসামের কোমার ডোগা থেকে আবুল বাশার (৪৮) নামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে ২০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বেচাকেনার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত সিসি ক্যামেরাসহ আটক করা হয়। আটক আবুল বাশার সেখানকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তিনি ওই গ্রামের মৃত সেকান্তর আলীর ছেলে।
প্রেসরিলিজে জানানো হয়, অভিযানকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল বাশার নানাভাবে ক্ষমতার প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং তল্লাশী কাজে বাধা দেন।
সোমবারের পৃথক দুইটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক মো. মাহবুবুল আলম ভুঞা, এসআই রূপন পালসহ অন্যান্য স্টাফ ও পুলিশ লাইনের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
আটকদের বিরুদ্ধে লাকসাম থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 6, 2021 10:19 pm by প্রতি সময়