কুমিল্লার লাকসামে পিকআপ ভ্যানে করে গাঁজা, বিদেশি মদ পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক টিম।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে কুমিল্লার লাকসাম থানার বিজরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ছয়ছিলা গ্রামের আবুল কাশেম মিজির ছেলে মোঃ জুয়েল হোসেন (২৪), একই গ্রামের মোঃ মনির মিজির ছেলে মোঃ আল আমিন মিজি (২৫)।
অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব জানায়-আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে জব্দকৃত পিকআপ ব্যবহার করে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।