জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে মেসার্স সাগর সৈকত হোটেলকে ৪ হাজার টাকা, একই অভিযোগে নাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভোক্তাকে প্রতিশ্রুত ওজনে মিষ্টি সরবরাহ না করায় গোল্ডেন মাতৃভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঔষধের লেবেলের মূল্য কেটে কলম দিয়ে বেশি লেখায় মেডিসিন স্কয়ারকে ২ হাজার জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
Last Updated on January 29, 2023 8:10 pm by প্রতি সময়