কুমিল্লা সেনানিবাসের অলিপুর সৈনিক ক্লাবে রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে বারোটায় কোভিড-১৯ এর ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন (এসজিপি এনডিসি এএফডব্লিউসি পিএসসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে একটা আশংকার কথা ছড়ানো হচ্ছে। এটা একটা প্রপাগান্ডা। স্বার্থান্বেষী মহল যারা দেশের অরাজকতা সৃষ্টি করতে চায়, যারা মানুষের মধ্যে দ্বিধা-বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তারাই টিকা নিয়ে বিভ্রান্তি প্রপাগান্ডা ছড়াচ্ছে। এগুলো সবই অপপ্রচার। আমাদের সৈনিকরা কখনো ভয় পায় না। আমাদের সর্বদা দেশের স্বার্থ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। কুমিল্লা সেনানিবাসের সকল সেনা সদস্যকে পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশন ও করোনা ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে এবং ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
উল্লেখ্য, সঠিকভাবে ভ্যাকসিন প্রদানের নিমিত্তে কুমিল্লা সেনানিবাসের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে গত ৩ ফেব্রুয়ারি প্রশিক্ষণ প্রদান করা হয়। পরদিন ৪ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিন কার্যক্রমের জন্য কুমিল্লা সেনানিবাসের সকল ইউনিটের প্রতিনিধিগণকে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্নে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
Last Updated on February 7, 2021 10:33 pm by প্রতি সময়