কুমিল্লা কারাগারে থাকা জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ‘সিরিয়াল কিলার’ রেজাউলের বিরুদ্ধে বেরিয়ে আসছে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। ছাত্রলীগ নেতা দেলোয়ার হত্যার পর এবার ২০১৫ সালের চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায়ও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে পিবিআই।
থানা পুলিশ ও সিআইডির পর বর্তমানে এ মামলা তদন্ত করছে পিবিআই। ২০১৫ সালের ৯ মার্চ পুলিশ কলেজ ছাত্র রিফাতের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছিল। মামলার তদন্ত সংস্থা পিবিআইয়ের পৃথক আবেদনের প্রেক্ষিতে বুধবার কুমিল্লার আমলী আদালত ৯ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া বেগম রেজাউলকে রিফাত হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এছাড়াও একই আদালত ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলায় রেজাউলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সন্ত্রাসী রেজাউল সদর দক্ষিন মডেল থানাধীন শামবকসি (ভল্লবপুর) গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র। তার বিরুদ্ধে এক ডজন হত্যা মামলা সহ ৩২ টি মামলা রয়েছে।
২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর শামবকসি এলাকায় রেজাউলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যার পর ভারতে পালিয়ে যায়। গত ১৮ জুন বিকালে সে দেশে ফিরলে গোলাবাড়ি সীমান্তে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাকে অস্ত্র-মাদকসহ গ্রেফতার করে। গত ২০ জুন তাকে কোতয়ালী থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্র আবদুল্লাহ আল ফরহাদ (রিফাত) হত্যা মামলায়ও সন্ত্রাসী রেজাউলকে গ্রেফতার দেখানো হয়েছে। রিফাত ওই উপজেলার বানীপুর গ্রামের প্রয়াত মিজানুর রহমানের পুত্র। ২০১৫ সালের ৬ মার্চ বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে সে বের হয়। কিন্তু ওই রাতে সে বাড়ি ফিরেনি। পরে ৯ মার্চ সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর এলাকার সোনাইছড়ি খালে রিফাতের মস্তক বিহীন লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার মা জোসনা বেগম বাদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 30, 2021 11:09 pm by প্রতি সময়