কুমিল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোররাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার সুয়াগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- নারায়নগঞ্জ জেলার সদর থানার ইশাখা গ্রামের মিজানুর রহমান এর ছেলে মোঃ রমজান আলী (২০) এবং বরিশাল জেলার হিজলা থানার খোমনা গোবিন্দপুর গ্রামের রতন বয়াতি এর ছেলে মোঃ ইসমাইল (২০)। কুমিল্লায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারের বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ, বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Last Updated on February 2, 2023 5:27 pm by প্রতি সময়