বিজিবি- কুমিল্লা ১০ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল সহ দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার বেলা সোয়া ১২টার দিকে কুমিল্লা সদরের সীমান্ত এলাকা শাহাপুর থেকে তাদের আটক করা হয়। এ সময় এক লিটার ইস্কফ সিরাপ ও তাদের বহনের কাজে নিয়োজিত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
বিজিবি- কুমিল্লা ১০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. পারভেজ শামীম হোসেনকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি- কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ ইসহাকের দিকনির্দেশনায় হাবিলদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৮৪/৪-এস হতে আনুমানিক ৩শ গজ অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন, এক লিটার ইস্কফ সিরাপ সহ দুই যুবককে আটক করা হয়।
আটক যুবকরা হলেন -নারায়ণগঞ্জ জেলার ত্রিশকাহনিয়া কাঞ্চন গ্রামের মোমেন খানের পুত্র মো. ফারুক গনী ও চাঁদপুর জেলার শ্রীরামপুর গ্রামের আবুল বাশারের পুত্র মো. ফয়েজ।
Last Updated on April 24, 2023 7:32 pm by প্রতি সময়