-বড় আকারের গরুর দাম কম" />
রাত পোহালেই মুসলমানদের দ্বিতীয় বহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। গত তিন দিন ধরে কুমিল্লার বেশিরভাগ হাটে কোরবানিযোগ্য বিপুল পরিমাণ পশুর সমাগম ঘটলেও আশানুরুপ ক্রেতা নেই। কারণ হিসেবে জানা গেছে, অনেকেই অনলাইন ও বিভিন্ন উপজেলায় গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরে কোরবানীর গরু কিনেছেন। আর যারা এই দুইটি মাধ্যমে যাননি, তারাই হাটে পা রাখছে। সোমবার কুমিল্লার যেসব স্থানে হাট বসেছে, সেখানে গরু-ছাগল পর্যাপ্ত থাকলেও ক্রেতার সংখ্যা ছিল নেহাতই কম।
কুমিল্লা শহরতলীর চানপুর, বালুতুপা হাটে চান্দিনা, মাধাইয়া থেকে অনেক গৃহস্থ সন্ধ্যার পর ক্রেতা না থাকায় গরু নিয়ে বাড়ি ফিরেছেন। আবার বিকেলের পর বড় আকারের গরুর দাম অনেকটাই কমে যায়। আর মাঝারি গরুর দাম বেশিই ছিল।
নগরীর চকবাজারে গিয়েও দেখা গেছে একই অবস্থা। হাটে গরু-ছাগল প্রচুর। কিন্তু সেই তুলনায় ক্রেতা নেই। তবে অনেককেই ছাগল কিনে নিতে দেখা গেছে। গরু বেপারীদের অনেকেই জানান, ক্রেতারা দরদাম করছে। কিন্তু কাঙ্খিত দাম মিলছে না।স্থানীয় গৃহস্থ, বেপারীরা কোরবানীর হাটের এ অবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।
অন্যদিকে ক্রেতা-বিক্রেতা যারাই হাটে অবস্থান করছেন তাদের বেশিরভাগই মুখে নেই মাস্ক। আর সামাজিক দুরত্ব! এটা কারো পক্ষেই মানা সম্ভব নয়। হাটের ইজারাদাররা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার মাইকে ঘোষণা দিয়েও ব্যর্থ হচ্ছেন। কেউ শুনেনা কারো কথা।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 20, 2021 10:05 am by প্রতি সময়