কুমিল্লার হোমনায় পঞ্চবটি এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে স্থাপনা নির্মাণ হচ্ছে এমন একটি বিষয় স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমদ মেরির নজরে আসে। এরপর তিনি বিষয়টি গুরুত্ব দেন এবং খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়ে সংবাদ সম্মেলন করে সরকারের জায়গা যাতে কেউ বেদখল করতে না পারে এবং যারা দখল করেছে তা উদ্ধারের স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। পরবর্তীতে সওজ কর্তৃপক্ষ তাদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কার্যক্রম শুরুর প্রস্তুতি নেন।
মঙ্গলবার (২৯ জুন) সকালে কুমিল্লা অঞ্চলের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসাইন সাকিবের নেতৃত্বে হোমনা-গৌরীপুর সড়কের পঞ্চবটি ব্রীজের পূর্বপাশে গড়ে উঠা আর সি সি পিলার দিয়ে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এইচ,এম ফখরুল হোসাইন।
এদিকে স্থানীয়দের অভিযোগ হোমনা-গৌরীপুর সড়কের দুই পাশে সওজ বিভাগের শত শত অবৈধ দখলদার থাকলেও রহস্যজনক কারনে একমাত্র পঞ্চবটিতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। হঠাৎ করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় অনেকে দোকানের মালামাল সরাতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উচ্ছেদ অভিযানের সময় ওসি (তদন্ত) মো.আজিজুল বারী, সওজ এর উপ সহকারী প্রকৌশলী মো. রমিজ উদ্দিন,স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভুইয়া, সহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা ফখরুদ্দিন, সাংবাদিকসহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
কুমিল্লা অঞ্চলের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসাইন সাকিব জানান, সড়ক ও জনপথের জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলমান আছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এইচ,এম ফখরুল হোসাইন বলেন অবৈধ দখল উচ্ছেদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে জেলা প্রশাসন তাদের সহযোগীতা করছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 29, 2021 9:47 pm by প্রতি সময়