আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৫৩জন সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে কুমিল্লার ১১ টি আসনে থাকবেন ২৪ জন ম্যাজিস্ট্রেট। তারা হলেন-
সংসদীয় আসন-২৪৯, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস উপজেলা) এর দায়িত্বে ঢাকা, আইন ও বিচার বিভাগ এর সহকারী সচিব মুহাম্মদ ওমর ফারুক ও কুমিল্লা সহকারী জজ আয়শা আক্তার।
সংসদীয় আসন-২৫০, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) এর দায়িত্বে রাঙ্গামাটি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাব উদ্দিন ও কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম আলাউদ্দিন মাহমুদ।
সংসদীয় আসন-২৫১, কুমিল্লা-৩ (মুরাদনগর) এর দায়িত্বে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ আবু বকর সিদ্দিক ও কুমিল্লা সহকারী জজ সাইফুল ইসলাম।
সংসদীয় আসন-২৫২, কুমিল্লা-৪ (দেবীদ্বার উপজেলা) এর দায়িত্বে ঢাকা, আইন ও বিচার বিভাগ এর সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী ও কুমিল্লা সহকারী জজ তৌফিকুল ইসলাম।
সংসদীয় আসন-২৫৩, কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং উপজেলা) এর দায়িত্বে খাগড়াছড়ি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা ও কুমিল্লা সহকারী জজ মাইমানাহ আক্তার মনি।
সংসদীয় আসন-২৫৪, কুমিল্লা-৬ (আদর্শ সদর ও কুমিল্লা সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) এর দায়িত্বে বান্দরবন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন, কুমিল্লা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান, কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা ও কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল আলম।
সংসদীয় আসন-২৫৫, কুমিল্লা-৭ (চান্দিনা উপজেলা) এর দায়িত্বে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন ও কুমিল্লা সহকারী জজ মীর মাশহর আহমেদ।
সংসদীয় আসন-২৫৬, কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা) এর দায়িত্বে খাগড়াছড়ি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমেদ ও ফেনী সহকারী জজ মোঃ সিদ্দিক আজাদ।
সংসদীয় আসন-২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ উপজেলা) এর দায়িত্বে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্বাস উদ্দিন ও কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার।
সংসদীয় আসন-২৫৮, কুমিল্লা-১০ ( কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) এর দায়িত্বে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী, কুমিল্লা সহকারী জজ মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও বান্দরবন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ, এস, এম এমরান।
সংসদীয় আসন-২৫৯, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম উপজেলা) এর দায়িত্বে থাকবেন ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মোঃ শাফায়াত ও কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা।
জানা গেছ, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকায় ভোটগ্রহণের পূর্বে দুই দিন এবং ভোট গ্রহণের পরে দুই দিন অর্থাৎ ৫ জানুয়ারি ২০২৪ হতে ৯ জানুয়ারী ২০২৪ পর্যন্ত ৫ দিনের জন্য নিয়োজিত থাকবেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূইয়ার স্বাক্ষরিত নোটিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
Last Updated on December 15, 2023 4:23 pm by প্রতি সময়