কুমিল্লায় গত পাঁচ বছরে ২৩৩জন কুষ্ঠরোগীকে চিকিৎসার আওতায় এনে পরিপূর্ণ পরিচর্যা দেয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে কুমিল্লার ১৪ উপজেলায় কুষ্ঠরোগে আক্রান্ত ৩৪ জনকে বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতাল ভবনের সদর উপজেলা স্বাস্থ্য অফিস মিলনায়তনে গণমাধ্যমের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত কুষ্ঠরোগ বিষয়ক গণসচেতনতামূলক মতবিনিময় সভায় এ তথ্য জানান আয়োজক কর্মকর্তারা।
এখনই কাজ শুরু করি- কুষ্ঠরোগ নির্মূল করি’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দ্য লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মতবিনিময় সভায় স্বাস্থ্য পরিদর্শক জীবন কুমার চক্রবর্তী বলেন, কুষ্ঠ কোনো অভিশাপ নয়, এটি জীবানুঘটিত একটি সংক্রামক রোগ। এটি নির্মূলে কেবল প্রয়োজন সামাজিক সচেতনা বৃদ্ধি করা। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাসপাতালে বিনামূল্যে কুষ্ঠরোগের চিকিৎসাসেবা দেওয়া হয়।
সভায় কুমিল্লায় কুষ্ঠরোগীর সংখ্যা, চিকিৎসা পরিচর্যাসহ বিভিন্ন উপজেলায় কুষ্ঠরোগীর অবস্থান সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন দ্য লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কুমিল্লা ও নারায়ণগঞ্জের টেকনিক্যাল অফিসার এন্থনী কইয়া। তিনি বলেন, কুমিল্লা ১৭ উপজেলার মধ্যে দেবিদ্বার, দাউদকান্দি ও লালমাই ছাড়া বাকি ১৪ উপজেলায় বর্তমানে ৩৪ জন কুষ্ঠরোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। উপজেলাগুলোর মধ্যে কুমিল্লা সদর ও চৌদ্দগ্রামে ৪ জন করে। সদর দক্ষিণে ৩ জন এবং লাকসাম, নাঙ্গলকোট, বুড়িচং, মুরাদনগর, তিতাস ও মেঘনায় ২ জন করে। ব্রাহ্মণপাড়া, মনোহরগঞ্জ, বরুড়া ও চান্দিনায় ১ জন করে কুষ্ঠরোগী চিকিৎসা নিচ্ছেন।এর মধ্যে ২৪ জন পুরুষ ১১ জন নারী রয়েছেন।
সভায় এন্থনি কইয়া জানান, ইতিপূর্বে নীলফামারীতে কুষ্ঠরোগের বিশেষায়িত হাসপাতালে কুমিল্লার চার রোগীকে পরিপূর্ণ পরিচর্যায় রেখে সেবা দিয়ে সম্পূর্ণ নিরাময় যোগ্য করে তোলা হয়েছে।কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে তিনি গণমাধ্যম কর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় কুমিল্লা জেনারেল হাসপাতালের টিবি ও লেপ্রোসি বিভাগের প্রোগ্রাম অর্গানাইজার কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।
Last Updated on July 22, 2023 4:26 pm by প্রতি সময়